নওগাঁর মহাদেবপুর উপজেলার চাঁন্দশ ইউনিয়নের একজন ইউপি সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসী কায়দায় প্রতিপক্ষের বাড়ীঘরে হামলার অভিযোগ করা হয়েছে। ওই মেম্বাারের বিরুদ্ধে প্রায়ই সন্ত্রাসী ঘটনায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
ওই ইউনিয়নের চককন্দর্পপুর গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে কৃষক আব্দুল হাই অভিযোগ করেন যে, তার পৈত্রিকসূত্রে পাওয়া ১ একর সাড়ে ৭২ শতক জমি নিয়ে তার চাচা ওই গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে আব্দুস ছালামের সাথে বিরোধ বাধে। প্রতিপক্ষরা ওই জমির মধ্যে সোয়া ১৪ শতক জমি জবর দখল করার চেষ্টা করলে গত ২২ জুলাই তিনি নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কোর্টে তার চাচা ও চাচাতো ভাই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞার মামলা দায়ের করেন।
বিজ্ঞ বিচারক প্রতিপক্ষদেরকে কারণ দর্শানোর নোটিশ, বিষয়টি তদন্ত করে রিপোর্ট দেয়ার জন্য মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ এবং জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য মহাদেবপুর থানার ওসিকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে মহাদেবপুর থানার এসআই আব্দুল জব্বার গত ৩ আগষ্ট উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নোটিশ দেন।
কিন্তু শনিবার সকাল ৮ টায় প্রতিপক্ষ ছালাম ও তার তার ছেলে জাহাঙ্গীর তাদের আত্মীয় ওই ইউপির সদস্য আব্দুল জলিল, জলিলের ছেলে জহুরুল, আলমগীর, সেলিম এবং ইজু মোল্লার ছেলে বাচ্চু মোল্লাকে লাঠিয়াল হিসাবে ভাড়া নিয়ে কোর্টের আদেশ অমান্য করে বিরোধীয় জমিতে প্রবেশ করে জবর দখলের চেষ্টা চালায়। জানতে পেরে আব্দুল হাই, তার ছেলে ও ভাইয়েরা তাদের বাধা দিতে গেলে প্রতিপক্ষরা হাসুয়া, লোহার রড, লাঠিসোঠাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে তাদের উপর হামলা চালায়। তারা পালিয়ে গিয়ে নিজেদের বাড়ীতে আশ্রয় নিলে প্রতিপক্ষরা তাদেরকে ধাওয়া করে বাড়ীতে হামলা চালায়। তাদের খুন্তির আঘাতে বাড়ীর জানালা, টিনের ছাউনি প্রভৃতি ভেঙ্গে ৫০ হাজার টাকার ক্ষতি হয়। জানালার ধারে ঘুমন্ত ২ বছরের শিশু নুসরাত জাহান আহত হয়। এছাড়া তাদের মারপিটে আব্দুল হাই, তার ছেলে নুর আমিন, আরিফ, ভাই খাজামুদ্দিন, ভাতিজা বেলাল, হাবিবুল্লাহ্ ও কয়েকজন মহিলা আহত হন।
সন্ত্রাসীরা তাদেরকে বাড়ীতে ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। আব্দুল হাই অবরুদ্ধ অবস্থায় মোবাইলফোনে এসআই আব্দুল জব্বার, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও দলীয় নেতাদের সাহায্য কামনা করেন। পরে এলাকাবাসী একজোট হয়ে তাদের উদ্ধার করতে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এব্যাপারে মহাদেবপুর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী রিপন জানান, বিষয়টি তিনি ক্ষতিয়ে দেখবেন।
এব্যাপারে অভিযুক্ত ছালাম ও মেম্বার আব্দুল জলিলের সাথে মোবাইলফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।