‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’- এই প্রতিপাদ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনার চাটমোহরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কর্যালয়ের আয়োজনে শনিবার সকালে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম। আলোচনা সভায় প্রধান আতিথি হিসাবে বক্তব্য দেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহাক আলী মানিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,সাংবাদিক শুভাশীষ ভট্টাচার্য্য তুষার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন,মহিলা বিষয়ক কর্মকর্তা আফসার আলী মন্ডল। পরে অতিথিবৃন্দ আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬ জন অসহায় গরীব মহিলার মঝে ৬টি সেলাই মেশিন বিতরণ করেন।