নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা করোনা মুক্ত হয়েছেন। শনিবার তিনি সাংবাদিকদের করোনা মুক্ত হওয়ার কথা নিশ্চিত করেনে। তিনি জানান, জুলাই মাসের প্রথম সপ্তাহে জ্বরে আক্রান্ত হলে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা পরীক্ষার জন্য ১৬জুলাই নমুনা প্রদান করেন। পরে ২০জুলাই তার করোনা ফলাফল পজেটিভ আসে। ফলে তিনি সরকারী নিজ বাসভবনে আইসোলেশনে ছিলেন। তিনি আরও জানান, গত ৩ আগস্ট দ্বিতীয়বার নমুনা প্রদান করলে ৭ আগস্ট তার করোনা ফলাফল নেগেটিভ আসে। এতে তিনি শনিবার সরকারী কাজে যোগ দিলেও রবিাবর হতে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান। তার করোনা জয়ের কারণে তিনি মহান আল্লাহ্’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরিবার, আত্মীয় স্বজনসহ অনুপ্রেরণা প্রদানকারী সকল শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি করোনা মুক্ত পৃথিবী আবারও ফিরে আসবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।