রংপুরের তারাগঞ্জে সড়ক দূর্ঘটনায় হতাহতদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
গত ১ জুলাই ট্রাক চাপা পরে নিহত আবু বক্কর (৫০) খয়বার হোসেন(৪০), অনিল চন্দ্র (৩৮) ফরহাদ হোসেন(৩৫) ও আহত ওয়াসিম মিয়া (২৮) আমির আলী (৩৫) হয়। পরে ওই ঘটনায় হতাহতদের পাশে দাড়ানোর জন্য রংপুর ০২ সাংসদ আবুল কালাম আজাদ মোঃ আহসানুল হক ডিউক চৌধুরীর নির্দেশ দেন।
শুক্রবার ( ৭ আগস্ট) দুপুরে তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ বাবুলের ব্যক্তিগত অফিসে নিজস্ব তহবিল হতে নিহতদের স্বজনের হাতে নগদ দশ হাজার আহতদের পাঁচ হাজার টাকা করে অনুদান দেন।
ওই সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল হক প্রামানিক, সাংগঠনিক সম্পাদক মোজাহারুল হক সরকার, দপ্তর সম্পাদক নুরুন্নবী প্রামাণিক বাবলু, বিজ্ঞাণ ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মানিক, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক দৌলত শাহ, আলমপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রুবেল, সম্পাদক আবু সাইদ মাষ্টার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল আলম, যুগ্ন আহ্বায়ক আমীর হামযা তানভীর, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মাজেদুল ইসলাম বকুল প্রমুখ।