রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নে ৫’শ বনার্তদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। কাউছ ক্যামিক্যাল ওয়ার্কস ঢাকা (হাকিমপুরী জর্দ্দা) এর একক মালিক হাজী মোঃ কাউছ মিয়ার উদ্যোগে গতকাল বনার্তদের মাঝে ত্রান বিতরণ করেন ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রেজাউল কবির রঞ্জু ও কাউছ ক্যামিক্যাল ওয়ার্কস এর এজেন্ট ও রংপুর নবাবগঞ্জ বাজারের ব্যবসায়ী আরশাদ আলী। এ সময় ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ব্যবসায়ী মনু মিয়া, সাগর মিয়া, সমাজ সেবক শহিদুলসহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। চাল ১৫ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি ও লবন ১ কেজি করে প্রত্যেক বনার্তকে দেওয়া হয়। উল্লেখ্য যে, অত্র ইউনিয়নের জাপার সভাপতি রেজাউল কবির রঞ্জুর আবেদনের প্রেক্ষিতে হাকিমপুরী জর্দ্দা প্রতিষ্ঠানের মালিক বনার্তদের সহায়তা প্রদান করেন। রংপুরের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান প্রতিষ্ঠানের এজেন্ট আরশাদ আলী।