খুলনার পাইকগাছায় ১ কেজি গাঁজা সহ ২মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, পাইকগাছা থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপণ সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানার সেকেন্ড কর্মকর্তা নিমাই চন্দ্র কুন্ডুর নেতৃত্বে এএসআই রোকনুজামান, জিল্লুর, ইমরান ও আবদুল জলিল অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার দুপুরে রাড়ূলী ইউনিয়নের দাসপাড়া পদ্মপুকুর মন্দিরের উত্তরপাশে কালিপদ দাসের বাড়ীর সামনে রাস্তর উপর থেকে সাতক্ষীরা জেলার আগড়দাড়ি গ্রামের মঈনুদ্দীন মোল্লার ছেলে মাহফুজ মোল্লা (২৭) ও রুহুল আমিনের ছেলে কামরুজ্জামান (২৬) কে আটক করে। তাদের স্বীকারোক্তি মতে মাহফুজের কমর থেকে ৬শ গ্রাম গাঁজা এবং কামরুজ্জামানের কমর থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করে। থানা কর্মকর্তা ইনচার্জ( ওসি) এজাজ শফী জানান, মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।