কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সীমান্তবতি মহিষকুন্ডি পাকুড়িয়া গ্রামে বুধবার সকাল ১০ টায় বাড়ীর পার্শ্ববতি পুকুরে গোসল করতে গিয়ে রফিকুল ইসলামের কন্যা চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না (১০) পানিতে ডুবে মারা যায় অপরদিকে একই দিনে বেলা ৩ টার দিকে পদ্মার পানিতে তোরে রামকৃষ্ণপুরের সোনাতলা টিনের তৈরী ডোঙ্গা নৌকা ডুবে মা সেলিনা খাতুন (৩০) ও তার শিশু পুত্র সিয়াম (১২) মারা যায়। জানাগেছে বুধবার বেলা ৩ টার দিকে পদ্মা নদীর সোনাতলা গ্রাম থেকে পার্শ্ববতি সাহেব নগর গ্রামে ডোঙ্গা নৌকা যোগে রাসুল মন্ডল (৫৬) তার স্ত্রী সেলিনা (৩০) পত্র সিয়াম (১২) ও ছোট ছেলে সাগর (৯) কে নিয়ে যাওয়ার পথে পানির তোড়ে ডুবে মা সেলিনা ও বড়পুত্র সিয়াম মারা যায়। রসুল ও তার ছটো পুত্র সাগর আলৌকিক ভাবে বেঁচে যায়।