যশোরে করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। যবিপ্রবির ল্যাবে ১৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জনের নমুনা পজেটিভ এসেছে। বৃহস্পতিবার (৬ আগষ্ট) যবিপ্রবি থেকে এই ফলাফল পাওয়া যায়।
সবমিলিয়ে, যশোরে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২,০১৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন। সুস্থ হয়েছেন ১,১৭৪ জন।
এর মধ্যে যশোর সদর উপজেলার রয়েছেন ১৮ জন, ঝিকরগাছা উপজেলার রয়েছেন ১২ জন, মণিরামপুর উপজেলার রয়েছেন ১১ জন, চৌগাছা উপজেলার রয়েছেন ১২ জন, অভয়নগর উপজেলার রয়েছেন ২ জন, শার্শা উপজেলার রয়েছেন ৬ জন, বাঘারপাড়া উপজেলার রয়েছেন ১০ জন, কেশবপুর উপজেলার রয়েছেন ৮ জন।
আক্রান্তরা হলেন :
যশোর সদর উপজেলার - বাংলাদেশ বেতার ও দৈনিক স্পন্দনে কর্মরত ঘোপ এলাকার বাসিন্দা রিমন খাঁন (৫২) ও তার ভাই আশা খান (৬৩); উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিজানুর রহমান (৫৫); লেবুতলার আবদুল খালেক (৬০); যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রবিউল ইসলাম (৫৮); রেলগেটের নাসরিন সুলতানা (৫০); বেজপাড়া মেইন রোড এলাকার জাহানারা বেগম (৭৬), রিফাত জাহান খান (৪৪), নিরুপমা বড়াল (৪৭), মৌমিতা বড়াল (২৪), উত্তমকুমার বড়াল (৬৯), মুক্তি চক্রবর্তী (৫০), সুশান্ত দে (৪০) ও অহনা (৩); লোন অফিসপাড়ার শেখ নাইমুদ্দিন (৫৭); লোহাপট্টির শাহনাজ পারভিন (৬০); বারান্দিপাড়ার আবদুল গনি (৪৭; নতুন উপশহরের খলিলুর রহমান (৬৫)।
কেশবপুর উপজেলার - উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবদুল হামিদ (৪২), মেহেদী হাসান রিপন (৩৮), দেবাশিষ দেবনাথ (৪০) ও মিজানুর রহমান (৩৩); সোনালী ব্যাংকের সুমনকুমার রায় (৩০); বেটিখোলার রুহুল কুদ্দুস (৩০); কলেজপাড়ার আহসান হাবিব (২৯); কেশবপুর বাজারের খলিলুর রহমান (৩৮)।
অভয়নগর উপজেলার - আজিজুর রহমান (৪৮); ভাটপাড়ার তাসকিদুর রহমান (৩৫)।
চৌগাছা উপজেলার - মেহেদী হাসান; উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমরান হোসেন (৩৯); কমলাপুরের তানভির আহমেদ (২৫) ও সবুর খান (২৫); সোনালী ব্যাংকের মোতাসিম বিল্লাহ (৩৫); বিশ্বাসপাড়ার আনিসুজ্জামান (৪৫); গোলহাটির জোহরা বেগম (৫৩); সিংহঝুলির তহিদুল ইসলাম (৩১); মৃধাপাড়ার আনিসুর রহমান (৫৬); ছোট কাকুঁড়িয়ার ফারুক (৩৫); তারনিবাসের এরশাদ আলী (৭৪) ও রোকেয়া বেগম (৬০)।
ঝিকরগাছা উপজেলার - সোনাকিরোর কামাল হোসেন (৩৫); মিসরিদিয়াড়ার উম্মে হাবিবা (৪৬); লক্ষ্মীপুরের হাসান কাদের (৩৬); কৃষ্ণনগরের মিজানুর রহমান (৫৭), মাসুমা পারভিন (৩১), কাইসান হাবিব (৪), ফাইরুজ মালিহা (১৪), শেখ শাহরিয়ার হাবিব (৩৬), শেখ ইতিহাত ইমাম (৬), তানিয়া আফরোজ (৩৭), শেখ ইমামুল হাবিব (৭০) ও শিফাত শবনম (১৩)।
মণিরামপুর উপজেলার - হাসান আলী (৫০); খেদাপাড়ার রিনা ব্যানার্জি (৫০), চন্দনা ব্যানার্জি (৩২) ও হ্যাপি রায় (৪৫); আলতাপোলের তপন পাল (৫৬); মণিরামপুর বাজারের হিমাংশু বিশ্বাস (৫৫) ও রেখা সাহা (৬৫); পাটানের আবদুর রাজ্জাক (৩৮); কমলাপুরের রামকৃষ্ণ শীল (৬২) ও রীতারানি (৫৪); মোহনপুরের রোজিয়া সুলতানা (৩৮)।
বাঘারপাড়া উপজেলার - মহিরনের সজিবুর আলম (৪৪), মোস্তাক হোসেন (৪০), শংকর বণিক (৫২) ও বাবুল গাজী (৫৫); জামালপুরের আবদুল আজিজ (৬০); কয়ালখালির কামাল হোসেন (৪৫); দোহাকুলার হারুন বিশ্বাস (৫০) ও হুমায়ুন কবির (৩৮); বন্দবিলার মামুনুর রশিদ (৫৬); নারিকেলবাড়িয়ার বেগম ফরিদা (৪৫)।
শার্শা উপজেলার - উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফাহিমা খাতুন (৩২) ও শেফালিরানি দাসী (৫৬); বেনাপোলের সাবিকুন নাহার (৩৮) ও আসগর আলী (৫৫); নিজামপুরের দীপ (১৮); গোড়পাড়ার হাবিবুর রহমান (২২)।