খুলনা-৬ (পাইকগাছাÑকয়রা) সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, সমাজ পরিবর্তনে মুক্তিযোদ্ধাদের অপরিসীম ভূমিকা রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে ৭১এর মহান মুক্তিযুদ্ধে আপনারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, এখনও সে যুদ্ধ শেষ হয়নি। বাঙ্গালিদের ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য তার যোগ্য উত্তরসুরি প্রধান মন্ত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করছেন। তিনি বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধাদের সন্মানে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন। ৭৫’র ১৫ই আগস্ট স্বপরিবারে নিহত জাতির পিতার পরিবারকে স্মরণ করে এমপি বাবু নির্বাচনী এলার চলমান উন্নয়ন চিত্র তুলে ধরে দেশ গঠনে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার আহব্বান জানান। পাইকগাছা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবণে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাতুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সুবোল মন্ডল, উপজেলা আওয়মীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। সাবেক ডেপুটি কমান্ডার আঃ রাজ্জাক মলঙ্গীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরদার, তোকারাম হোসেন, আমিনুল ইসলাম, আঃ লতিফ, আজিজুর রহমান, ফয়জুল বারি, আমজেদ গাজী, শেখ জামাল হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।