খুলনার পাইকগাছা উপজেলার ৬নং লস্কর উইপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন) করোনা মহামারীর সময়েও জীবনের ঝুঁকি নিয়ে আর্তমানবতার সেবায় নিরলস পরিশ্রম করে যাচ্ছিলেন। একপর্যায় তিনিও গলাব্যাথা, সর্দি, কাশি এবং জ্বরে আক্রান্ত হয়ে প্রথমে গ্রামের বাড়ীতে আইসলোশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন কিন্তু অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার স্যাম্পল দিয়ে টুটপাড়ায় নিজস্ব বাসভবনে আইসলোশনে থেকে চিকিৎসা নিতে থাকেন। এরইমধ্যে খুলনা মেডিকলেজের পিসি আর ল্যাব থেকে তাকে জানানো হয় তিনি করোনা 'পজেটিভ'। করোনা পজেটিভ হওয়ায় তিনি স্বাস্থ্য বিধি মেনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীনে থাকেন এবং পরবর্তীতে করোনা পরিক্ষায় নেগেটিভ হওয়ায় ৬আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খুলনার বাসা থেকে নিজ এলাকা পাইকগাছা উদ্দেশ্যে রওনা হন। সকাল ১১টার দিকে তালা-পাইকগাছা সীমান্তে কাছিঘাটা নামক স্থানে পৌঁছালে, এলাকা থেকে আগত শতশত মানুষ তাকে অভ্যর্থনা জানিয়ে লস্কর ইউনিয়ন পরিষদের দিকে রওনা হয়। চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন) ইউনিয়ন পরিষদে পৌঁছালে ইউনিয়ন পরিষদবর্গ ও লক্ষ্মীখোলা করেজিয়েট স্কুলের শিক্ষক স্ট্যাফ সহ এলাকার বহু মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে করোনা মুক্ত হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য দোয়া ও আর্শীবাদ করার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান। উপস্থিত ছিলেন লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মেসবাহুল ইসলাম, ইউপি সদস্য জি এম তাজ উদ্দীন, প্রকাশ চন্দ্র মন্ডল, অরবিন্দ কুমার মন্ডল, আছাবুর রহমান সরদার, মিনতী রানী মিস্ত্রী, রমেছা বেগম, ইউপি সচিব মোঃ ফারুক হোসেন সরদার, সাবেক ইউপি সদস্য গাউসুল হক, গ্রাম আদালত সহকারী বাবুল আক্তার, হারুনার রশীদ গাইন, মহসিন গাজী, জাকির হোসেন, আমির ঢালী, খানজাহান গোলদার, উত্তম ঢালী, রেজাউল গাজী, রাজা, বাদশা, শহিদ, সেলিম মালী, আজু জমাদ্দার, তেজেন মন্ডল, আবু সাঈদ মোড়ল, অমরেশ গাইন, পরিমল মন্ডল, অভিজিৎ মন্ডল, শফিকুল ইসলাম রানা, জামির গাজী, সুকুমার মন্ডল, প্রণব কুমার হালদার, ইউনুছ আলী সানা, ডাঃ কালিপদ মন্ডল, ইসলাম গাজী, হাসান গোলদার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও অমল মন্ডল, শাহজাহান গোলদার, যায়েদালী গাজী, ওসমান আলী, রায়হান সানা, আলেক গাজী, সোনা গাজী, তারক মন্ডল প্রমুখ।