নীলফামারীর ডিমলায় করোনা ভাইরাস সংক্রমন জনিত কারণে ২০১৯-২০২০ অর্থ বছরে অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের টাকা ভুয়া পরিচয়ে আত্মসাতসহ মনগড়া তালিকা অনুযায়ী অনুদানের টাকা বিতরনের অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে করোনা ভাইরাস সংক্রমন জনিত কারণে ২০১৯-২০২০ অর্থ বছরে ডিমলা মিউজিক ভ’বনের পরিচালক আবদুস ছালামের দেয়া ভুয়া তালিকা অনুযায়ী ১২ জন সংস্কৃতিসেবীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের ৫ হাজার টাকা করে বিতরন করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়। এ সময় ভুয়া সংস্কৃতিকর্মী পরিচয় দিয়ে উপজেলা সদরের বাছেদ আলী(বাক্রেট)এর ছেলে জাহাঙ্গীর আলম(৩৫) প্রধানমন্ত্রীর দেয়া অনুদাদের ৫ হাজার টাকার চেক হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেন। এবং প্রকৃত অস্বচ্ছল কোন সংস্কৃতিসেবীদের মাঝে অনুদানের টাকা বিতরন না করে ডিমলা মিউজিক ভ’বনের পরিচালক আবদুস ছালামের মনগড়া তালিকা অনুযায়ী ব্যক্তিদের মাঝে অনুদানের টাকা বিতরন করা হয়েছে মর্মে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সংস্কৃতিসেবী অভিযোগ করেন। ভুয়া পরিচয়ে ও স্বচ্ছল ব্যক্তিদের তালিকা করে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা আত্মসাৎ ও বিতরনের বিষয়টি নিয়ে পুরো জেলায় তোলপাড় শুরু হয়েছে। ভুয়া পরিচয়ে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা আত্মসাৎ ও সঠিক অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের বাদ দিয়ে মনগড়া তালিকার বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, সংস্কৃতিসেবী যাচাই বাছাইয়ের বিষয়টি চুড়ান্ত করেছেন ডিমলা মিউজিক ভ’বনের পরিচালক আবদুস ছালাম, আমি এই বিষয়ে তেমন কিছু জানিনা। তার দেয়া তালিকা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের টাকা বিতরন করা হয়েছে। এ বিষয়ে মিউজিক ভ’বনের পরিচালক আবদুস ছালামের নিকট জানতে চাইলে, তিনি কোন সৎ উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।