নওগাঁর পোরশা মশিদপুর ইউনিয়নের ফুলবাড়ি গুন্দইল গ্রামে অজ্ঞাত রোগে একাধিক গরুর মৃত্যু হয়েছে। বুধবার পর্যন্ত ওই গ্রামে ৭টি গরু মারা গেছে বলে জানাগেছে। কি রোগে গরু গুলি মারা যাচ্ছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ স্থানীয়রা কেউ সঠিক বলতে পাচ্ছেননা। ফলে ওই গ্রামের গরু মালিকগণ আতঙ্কে রয়েছেন এবং ভয়ে তাদের গরুগুলি বিক্রি করে দিচ্ছেন। ৮নং ওয়ার্ড সদস্য রায়হান কবির জানান, ঈদের কয়েকদিন পূর্ব থেকে হঠাৎ গরুর অজ্ঞাত রোগটি দেখা দেয়। এই রোগটিতে আক্রান্ত হয়ে গরু কাঁপতে শুরু করছে এবং পাঁচ মিনিটের মধ্যেই মারা যাচ্ছে। এতে গুন্দইল গ্রামের মৃতু ধলার ছেলে আবুল হোসেনের ৩টি, একই গ্রামের সাজিমদ্দিনের ছেলে আজাহারের ১টি, সালো মন্ডলের ছেলে আবদুস সামাদের ১টি, মৃতু সামশুদ্দিনের ছেলে মমতাজের ১টি ও কুদ্দুছের ছেলে আলালের ১টি গরু মারাগেছে। গরু মারা যাওয়ায় গ্রামের অনেকেই গরু বিক্রি করছেন বলে তিনি জানান। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শফিউল আলম জানান, তিনি খবর পেয়ে গ্রামটি পরিদর্শন করেছেন। এ সময় বিভিন্ন ভাবে পর্যবেক্ষন করে এবং গরু মালিকদের কথা শুনে সদ্য নতুন গজিত কিছু ঘাষ খেয়ে রোগটি হচ্ছে বলে তারা ধারনা করছেন বলে জানান। তবে ওই গ্রামের সাড়ে ৪০০ গরুকে তড়কা রোগের টিকা দেওয়া হয়েছে। আর মৃতু গরুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে। সংগ্রহিত নমুনার ফলাফল আসলেই কি রোগে গরু আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তা বলা যাবে বলে তিনি জানান।