যশোরের অভয়নগর থানার আওতাধীন সোনাতলা, রানাগাতী এবং চাঁপাতলা মালোপাড়ার অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রত্যাহার সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অস্থায়ী পুলিশ ক্যাম্প তিনটি প্রত্যাতার না করে স্থায়ীকরণ সহ এ উপজেলার প্রেমবাগ ও সুন্দলী ইউনিয়নের মধ্যবর্তী স্থানে নতুন একটি পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি করা হয়েছে।
অভয়নগর থানার আয়োজনে গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাপতি শিবু প্রসাদ সাহা, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ।
উপজেলার শুভরাড়া ও সিদ্ধিপাশা ইউনিয়নের দুটি অস্থায়ী ক্যাম্প রানাগাতী এবং সোনাতলা। এই ক্যাম্প এলাকা থেকে আগত গ্রামবাসীর পক্ষে মতামত প্রকাশ করেন, শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, সাবেক চেয়ারম্যান আজিজুল হক ফারাজী, সিদ্ধিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, ওয়ার্কার্স পার্টির নেতা হারুন অর রশিদ মল্লিক, এড গোলাম নবী প্রমুখ। পরে উপজেলা প্রেমবাগ ইউনিয়নের অস্থায়ী পুলিশ ক্যাম্প চাঁপাতলা মালোপাড়ার বিষয়ে মতামত প্রকাশ করেন, উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার বাবুল আক্তার, সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম মিলন, মালোপাড়ার বাসিন্দা শেখর বর্মন, বিশ্বজিৎ সরকার প্রমুখ।
উপজেলার ভৌগলিক অবস্থা বিবেচনা করে সোনাতলা, রানাগাতী ও মালোপাড়ার অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রত্যাহার না করে স্থায়ীকরণের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া উপজেলার প্রেমবাগ ও সুন্দলী ইউনিয়নের মাঝামাঝি স্থানে নতুন একটি পুলিশ ক্যাম্প স্থাপনের জোর দাবি করা হয়।