রংপুরের গঙ্গাচড়ায় কোলকোন্দ ও লক্ষ্মীটারী ইউনিয়ন বন্যা কবলিত মানুষের দীর্ঘদিনের কষ্টের লাঘব দূর হতে যাচ্ছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে গত ২২-০১-২০২০ ইং তারিখে একটি চিঠির মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ, সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় কমিটি এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা এমপি পানিসম্পদ মন্ত্রণালয়ে আবেদন করেন। এরই প্রেক্ষিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি’র চিঠির উত্তর এর মাধ্যমে মঙ্গলবার রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর উপর নির্মিত শেখ হাসিনার দ্বিতীয় সেতু রক্ষার্থে ইহার উজানে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনাচর পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ প্রতিরক্ষামূলক কাজ করণ এর জন্য আবেদন গৃহীত হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ¦ মসিউর রহমান রাঙ্গা এমপি। উল্লেখ্য যে, সংবাদটি জানতে পেরে তিস্তাপারে বসবাসকারী মানুষেরা নতুন করে বাচাঁর স্বপ্ন দেখছেন এবং এসব মানুষ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও স্থানীয় সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গাকে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অভিনন্দন জানিয়েছেন।