খুলনার পাইকগাছায় চাচীকে কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে শ্লীলতাহানি ঘটানোর অভিযোগে থানায় মামলা হয়েছে। ভিলেজ পাইকগাছা গ্রামের প্রয়াত খানজাহান আলির স্ত্রী ছায়রা বেগম এ মামলাটি করেছেন ভাতিজা জিএম রাশেদুজ্জামান রাজু’র নামে। পুলিশ জানিয়েছে রাশেদকে গ্রেফতারের চেষ্টা চলছে। থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের ব্যবসায়ী খান জাহান আলির মৃৃত্যুর পর এ দূর্বলতার সুযোগ নিয়ে ভাতিজা রাজু তার চাচী ছায়রা বেগমকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ প্রস্তাবে রাজি না হওয়ায় রাজু এ বিধবা নারীকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতো এমন অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভূক্তভোগী ছায়রা বেগম জানান, ১লাআগষ্ট বাড়িতে রান্না করা অবস্থায় রাজু কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হলে সে জোরপূর্বক যৌন পিড়নের চেষ্টা করে। আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় ছায়রা বেগম বাদী হয়ে রাজু’র বিরুদ্ধে ৩ আগস্ট পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন, যার নং-২। এ বিষয়ে ওসি এজাজ শফি জানান, রাজুকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।