খুলনার পাইকগাছার কপিলমুনি ইউপি চেয়ারম্যানের ছেলে বাহারের (৭) শরীরে গরম পানিতে দ্বগ্ধ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে চিকিৎসাধীন অবস্থায় আছে। পারিবারিক সূত্র জানায়, করোনা সংকট মূহুর্তে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যায় জগ ভর্তি গরম পানি ঘরের সোপায় রাখা ছিল। একসময় অসাবধানতায় প্রতিবন্ধী বাহার সোপার উপর বসলে গরম পানি ভর্তি জগ উল্টে তার শরীরে পড়লে মারাত্মক ভাবে দগ্ধ হয়। এর পর- পরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ছেলের সুস্থ্যতা কামনা করে ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার সকলের কাছে দোয়া-আর্শীবাদ কামনা করেছেন।