যশোরে করোনায় আক্রান্ত হয়ে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হলো। মৃত ইসমাইল হোসেন যশোর সদর উপজেলার বাগদহ গ্রামের বাসিন্দা।
যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার পলাশ কুমার জানান, ইসমাইল হোসেন ২৬ জুলাই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তখন যশোর বক্ষব্যাধি ক্লিনিকে তাকে রেফার করা হয়। সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।