শেরপুরের ঝিনাইগাতীতে আকস্মিক বজ্রঘাতের ঘটনায় তৃতীয় শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ওই ছাত্রীর নাম শিমু পারভিন (৯)। মঙ্গলবার (৪ আগষ্ট) বিকালে উপজেলার মালিঝিকান্দা ইউপির জোলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। শিমু দিনমজুর ওয়াহাব আলীর মেয়ে। ও স্থানীয় ফরিদ মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ।
নিহতের স্বজনরা জানায়, বিকালে বৃষ্টির মধ্যে নিজ বাড়ি থেকে অন্য একটি বাড়িতে যাওয়ার সময় আকস্মিক বজ্রঘাতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই শিমুর মৃত্যু হয়।