সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না চামড়া লক্ষ্¥ীপুরে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। যে দামে চামড়া কিনা হচ্ছে,সে দামের অর্ধেকও দামে আড়ৎদাররা নিচ্ছে না বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। এতে করে লোকসানের মুখে পড়ছে মৌসুমী ব্যবসায়ীরা।
আড়ৎদাররা বলছেন, বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করে লক্ষ্মীপুর পৌরশহরে কালীবাজার সড়কে আসতে থাকেন মৌসুমী ব্যবসায়ীরা। গত বছরের চামড়ার টাকা এখনও অনেক আড়ৎদার পায়নি। সরকার নির্ধারিত মূল্যে চামড়ার কিনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন ট্যানারী মালিকরা। চামড়ার সংগ্রহের বিষয়ে দ্বিধাদ্বন্ধে রয়েছেন তারা।এছাড়াও প্রতিবছরে লোকসানের কারনে এ ব্যবসা ছেড়ে দেয়ার কথাও ভাবছেন অনেকেই।
তাদের অভিযোগ. সরকার নির্ধারিত দামে সারাদিন এলাকায় এলাকায় গিয়ে চামড়া কিনে আড়ৎদারদের কাছে নিয়ে আসার পর প্রতি চামড়া বিক্রি করতে হচ্ছে একশ থেকে দুইশ টাকা। এছাড়া ছাগলের চামড়ার দাম দিচ্ছে ১০টাকা। এতে করে লোকসানের মধ্যে পড়ছে মৌসুমী ব্যবসায়ীরা। পথে বসার মত অবস্থায় এসব খুচরা ব্যবাসায়ীদের।