পাবনার চাটমোহরে এক গৃহবধুকে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে চাটমোহর থানা পুলিশের কথিত সোর্স হিসেবে পরিচিত মিজানুর রহমান মিজান (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বিলচলন ইউনিয়নে পশ্চিম রামনগর গ্রামের হাসান আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে,উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের এক প্রবাসীর তালাকপ্রাপ্তা স্ত্রী রাশিদা খাতুন (২৫) বেশ কিছুদিন ধরে ধূলাউড়ি গ্রামে তার বাবা তয়জাল সরকারের বাড়িতে বসবাস করছিলেন। গত ২৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ওই গৃহবধূ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ভ্যানের জন্য অপেক্ষা করার সময় মিজানসহ অজ্ঞাত কয়েকজন যুবক জোরপূর্বক তাকে সিএনজি অটোরিকশাতে তুলে ওই অজ্ঞাত স্থানে নিয়ে যায়। গৃহবধূর স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর গত ২ আগষ্ট দিবাগত রাতে মিজানের মা আছিয়া বেওয়ার বাড়ি থেকে তাকে উদ্ধার করে ও মিজানকে আটক করে। মিজান ওই গৃহবধূকে আটকে রাখাকালীন সময়ে কয়েকবার ধর্ষণ করে। এলাকাবাসী মিজানকে গণধোলাই দিয়ে আটকে রাখে। ৩ আগস্ট পুলিশের কথিত সোর্স মিজানকে আটক করে পুলিশ। ওই গৃহবধূর বাবা তয়জাল সরকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
গত সোমবার মিজানকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি আমিনুল ইসলাম জানান,মিজান পুলিশের সোর্স ছিল কিনা আমার জানা নেই। আমি তাকে চিনি না। আমরা একজন অপরাধীতে গ্রেফতার করেছি।
এলাকাবাসী জানান,মিজান নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকার মানুষকে নানাভাবে হয়রানী করতো। থানা পুলিশের সাথে তার ছিল দহরম মহরম সম্পর্ক। মিজানের বিভিন্ন অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
প্রসঙ্গতঃ এই গৃহবধূ রাশিদাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও মোবাইল ফোনে ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অপরাধে ২৪ জুলাই দিবাগত রাতে ৩ জনকে আটক করে চাটমোহর থানা পুলিশ। ২৫ জুলাই এ ব্যাপারে চাটমোহর থানায় ধর্ষন ও পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেন রাশিদা খাতুন। আটককৃতরা হলো উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রাওেমর আঃ জলিলের ছেলে স্থানীয় একটি স্কুলের শিক্ষক মামুন হোসেন (২৬),আঃ কুদ্দুসের ছেলে আলমগীর হোসেন (২০) ও মৃত মকবুল হোসেনের ছেলে জগলু হোসেন (৩৬)।
মামুন চাটমোহর পৌর শহরের একটি কিন্ডার গার্টেনের শিক্ষক। ওই স্কুলে বোঁথর গ্রামের প্রবাসী শুকচাদ আলীর স্ত্রী তার সন্তানকে নিয়ে আসতেন। এক পর্যায়ে ওই নারীর সাথে মামুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দিয়ে মামুন রাশিদাকে একাধিকবার ধর্ষন করে। কয়েকদিন আগে মামুন ও ওই রাশিদার অন্তরঙ্গ মূহুর্তের ছবি ভিডিও ধারণ করে। পরে আলমগীর ও জগলুর মাধ্যমে বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়। তাছাড়া ওই নারীর কাছ থেকে মামুন ব্লাকমেইল করে অনেক টাকা হাতিয়ে নেয়। জগলু ও আলমগীর টাকা দাবি করলে ওই নারী পুণিশের কথিত সোর্স এই মিজানের মাধ্যমে চাটমোহর থানায় এসে অভিযোগ দেন। এ ঘটনার পর শুকচাদ তার স্ত্রীকে তালাক দিয়েছেন।