রাজবাড়ীতে নতুন করে আরো ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে রাজবাড়ীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩২৫ জন।
সোমবার দুপুরে রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন করে ১০১টি স্যাম্পলের মধ্যে করোনা পজিটিভ হয়েছে ৪৮ জন। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৪ জন, পাংশা উপজেলার ৪ জন, বালিয়াকান্দি উপজেলার ১৬ জন, কালুখালি উপজেলার ৪ জন।
করোনায় আকান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১০ জন। সুস্থ হয়েছেন ৭৭২ জন, হাসপাতালে চিকিৎসাধীন আছে ২৪ জন, বাকী সবাই বাড়ীতে চিকিৎসা গ্রহণ করছেন।