সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার উর্বর ভূমি চাটমোহর থেকে প্রকাশিত হলো আরেকটি সাহিত্য পত্রিকা। স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলো’র পক্ষ বের করা হলো ‘তারুণ্যের আলো সাহিত্য তরী’ নামের এ পত্রিকাটি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল চারটায় উপজেলা পরিষদের হলরুমে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হয় পত্রিকাটির প্রকাশনা উৎসব। এতে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহক আলী মানিক,উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান,সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন,চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন, এলডিও’র নির্বাহী পরিচারক নুরে আলম সিদ্দিকী মঞ্জু, চেতনায় চাটমোহরের প্রতিষ্ঠাতা অ্যাডমিন জেমান আসাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন। বক্তারা পত্রিকাটির সাফল্য কামনা করেন এবং তরুণদের সাহিত্য চর্চা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় অংকন শিক্ষক মানিক দাস,সাংবাদিক শাহীন রহমান,চাটমোহর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হোসনে আরা হাসি, তারুণের আলো সাহিত্য তরী পত্রিকার সম্পাদক আবু বকর সিদ্দিক,সহযোগী সম্পাদক মেহেদী হাসান মিলন, শেখ জাবের আল শিহাব, হুমায়ুন আহমেদ সজিব উপস্থিত ছিলেন।
ত্রৈমাসিক সাহিত্য তরীর প্রথম সংখ্যায় ৬৯ জনের লেখা স্থান পেয়েছে। ১২ পৃষ্ঠার পত্রিকাটির প্রথম ও শেষ পাতা রঙীন। তিন মাস পর পর নিয়মিত পত্রিকাটি প্রকাশের আশাবাদ ব্যক্ত করেছেন প্রকাশকরা।
চাটমোহরে ‘ডায়মন্ড ফুড কর্ণার’র যাত্রা শুরু
এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : পাবনার চাটমোহরে যাত্রা শুরু করলো শীতাতপ নিয়ন্ত্রিত ‘ডায়মন্ড ফুড কর্ণার’ (কমিউনিটি সেন্টার এন্ড কনভেনশন সেন্টার)। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় পৌর শহরের স্বর্ণকারপট্টি এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল এবং ফিতা কাটার মধ্য দিয়ে দিয়ে এর শুভ উদ্বোধন করা হয়।
এ সময় অতিথি হিসেবে চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম,সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, পৌরসভার প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন মিয়া,প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে.এম.বেলাল হোসেন স্বপন,ডায়মন্ড ফুড কর্নারের স্বত্তাধিকারী,সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি আহবায়ক আসাদুজ্জামান আরশেদ,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মুতালিব,পৌর কাউন্সিলর নুর ই হাসান খান ময়না,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুকসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ আবুল বাশার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সত্তাধিকারী হাসাদুল ইসলাম হীরা বলেন, ‘চাইনিজ-থাই খাবারের পাশাপাশি বিভিন্ন ধরণের বার্গার, স্যান্ডউইচ, ফ্রাইড চিকেন সহ নানা ধরণের স্ন্যাকস্, গ্রিল, তান্দুরি, চা-কফি এবং বিভিন্ন ধরণের মিষ্টি রুচিশীল শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে পরিবার পরিজন নিয়ে খাওয়া এবং অর্ডার সরবরাহ করা হবে এখানে। এছাড়াও পারিবারিক অনুষ্ঠান যেমন- শুভ বিবাহ,বিবাহ বার্ষিকী,জন্মদিনের পার্টি এবং বিভিন্ন সভা-সেমিনারের আয়োজন করা যাবে।’