পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা গ্রামের অসহায় পঙ্গু আবু বক্কারের পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছেন চাটমোহরের কৃতি সন্তান পুলিশের অতিরিক্ত ডিআইজি ও র্যাব-৪ এর অধিনায়ক মোঃ মোজাম্মেল হক বিপিএম,পিপিএম। নামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর বাল্যবন্ধু এম এ জিন্নাহর একটি মানবিক পোস্ট দেখে তিনি এই সহায়তার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার বিকেলে মোঃ মোজাম্মেল হকের পক্ষ থেকে অসহায় আবু বক্কারের পরিবারকে ঈদ সামগ্রী,খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দেন তাঁর বাল্যবন্ধু শিক্ষক ও সাংবাদিক এম এ জিন্নাহ। এসময় দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল.মোঃ আঃ সামাদ,চ্যানেল ২৪-এর পাবনা প্রতিনিধি শাহীন রহমান,চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক,ব্যবসায়ী তপন কুন্ডু,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী শেখ.মোঃ মুকুল হোসেনসহ হৃদয়ে ভাদরার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আবু বক্কার ও তাঁর স্ত্রীর হাতে চাউল,ডাউল,তেল,লবন,মসলা,পেঁয়াজ,রসুন,মরিচ,চিনি,সেমাই,সাবান,ডিটারজেন্টসহ প্রয়োজনীয় সকল ঈদ ও খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে অমহায় পঙ্গু আবু বক্কার অতিরিক্ত ডিআইজির প্রতি কৃতজ্ঞতা জানান এবং দোয়া করেন। প্রসঙ্গতঃ আবু বক্কারের একমাত্র ছেলে ফরিদুল ইসলাম এসএসসি পাশ করার পর কলেজে ভর্তির অর্থ যোগাতে দিনমজুরীর কাজ শুরু করেন। ২০১৯ সালের ১১ রমজান চাটমোহর পৌর শহরের একটি বাড়ির সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে দূর্ঘটনায় মারা যান ফরিদ। এর ৬ মাস পরেই আরেকটি দূর্ঘটনায় দুটি হাত হারান ফরিদের পিতা আবু বক্কার।