নওগাঁর পোরশা নিতপুর ইউনিয়ন আওয়ামেলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হকের ব্যক্তিগত উদ্দ্যেগে শতাধীক বানভাসী ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার নিতপুর স্কুল এন্ড কলেজ মাঠে আশ্রয় নেয়া বানভাসীদের মাঝে ও আলোর পথ সরকারী প্রথমীক বিদ্যালয়ে মাঠে হতদরিদ্রদের মাঝে তিনি ওই ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, সাবান ও সোয়াবীন তেল। এসময় নিতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দেহরক্ষী এসআই পিয়ারুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরশাদ আলী নুরা সহ দলের স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।