ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘ সাবান দিয়ে নিয়মিত হাত পরিস্কার করি, করোনার বিস্তার রোধ করি ’ এ শ্লোগান নিয়ে উপজেলার ৩ নং চরআলগী ইউনিয়নে জনসাধারণের মাঝে সাবান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে গফরগাঁও আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নির্দেশে চরআলগী ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সহযোগিতায় চরআলগী ইউপি চেয়ারম্যান মোঃ মাছুদুজ্জামান মাসুদ ও চরআলগী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম বিএসসি নেতৃত্বে এলাকার জনসাধারণের মাঝে সাবান বিতরণ করা হয়। এ সময় এলাকায় জনসাধারণের মাঝে সাবান তুলে দেন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য/সদস্যা, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।