নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদে দুই হাজার সাত শত ষাট জন দরিদ্রদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র ঈদণ্ডউল আযহা উপলক্ষে কাশিপুর ইউনিয়নের জন্য ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর ভিজিএফ কর্মসূচীর আওতায় মাথাপ্রতি ১০ কেজি করে সাতাশ হাজার ছয়শত কেজি চাল বরাদ্দ দেয়। সামাজিক দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার সকালেসহ গত বুধবার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান পরিষদ চত্বরে দরিদ্রদের মধ্যে বরাদ্দ পাওয়া চাল সুষ্ঠুভাবে বিতরণ করেন।
এ সময় সরকারি তদারকী কর্মকর্তাসহ সচিব মোঃ মুশফিকুর রহমান ও মেম্বররা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পবিত্র ঈদণ্ডউল আযহা উপলক্ষে চাল বরাদ্দ দেয়ায় দরিদ্ররা অনেক উপকৃত হচ্ছে। উল্লেখ্য, মোঃ মতিয়ার রহমান কাশিপুর ইউনিয়নের বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যান।