প্রধানমন্ত্রীর তহবিল থেকে সরাইলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ চলছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে শাহজাদাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দেওড়া পূর্ব পাড়ায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের হাতে ত্রাণ সামগ্রি তুলে দেওয়া হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা নৌকায় করে গিয়ে ওই পরিবার গুলোর মাঝে বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাস খোকন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান ও ইউপি সদস্য আবদুর রশিদ। ইউএনও বলেন, এই ত্রাণ সামগ্রি ইউনিয়নের অন্যান্য গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবার গুলোও পর্যায়ক্রমে পাবে। প্রসঙ্গত: গত ৪ দিন আগ থেকেই এই ত্রাণ বিতরণের কাজ শুরূ করেছেন ইউএনও। ইতোমধ্যে অরূয়াইল, পাকশিমুল ও কালিকচ্ছ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকে দেয়া হয়ে গেছে।