নীলফামারীর ডোমার উপজেলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ময়নুল ইসলামকে (৫০) গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে তাকে ডোমার বাসস্টান্ড হতে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ। বৃহষ্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সে পৌরসভার গোডাউন পাড়া এলাকার বাসিন্দা। তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ডোমার থানার অফিসার্স মোঃ মোস্তাফিজার রহমান জানান, ময়নুল দীর্ঘ্যদিন হতে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে বাসস্টান্ড থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আলো বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবো।