রংপুরে ক্লিনিক-ডায়াগনোষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভূয়া চিকিৎসকসহ ৫ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। সেই সাথে ৬টি ক্লিনিককে ৩ লক্ষ টাকা জরিমানা ও একটি ক্লিনিককে সীলগালা করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, বুধবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে রংপুর নগরীর বিভিন্ন ক্লিনিক-ডায়াগনোষ্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ধাপ কেল্লাবন্দস্থ মেডিনোভা ক্লিনিক এ- নার্সিং হোমে অভিযান পরিচালনা করে ক্লিনিকের ভূয়া চিকিৎসক সনাতন চন্দ্রসহ (৩৪) ক্লিনিকের সাথে জড়িত তুলেশ চন্দ্র, আমিনুল ইসলাম (২০), আমিনুল (৪০), শাহানুরকে (৩০) গ্রেফতার করা হয়।
নগরীর চেকপোস্ট এলাকার অনুমোদনহীন ন্যাশনাল কমিউনিটি হাসপাতালকে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদানের দায়ে ৫০ হাজার টাকা জরিমানাসহ ক্লিনিকটি সিলগালা করা হয়।
এছাড়া অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদানের দায়ে সমতা ক্লিনিক এ- নার্সিং হোমকে ৫০ হাজার টাকা, আরকে রোডস্থ আইডিয়াল জেনারেল হাসপাতাল এ- নার্সিং হোমকে ১ লাখ টাকা, রংপুর স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা, মেঘনা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ বলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ ও ডিবি’র ডিসি আবু মারুফ হোসেনের নির্দেশে আমরা অনুমোদনহীন, রোগীদের সাথে স্বাস্থ্য সেবার নামে প্রতারণাকারী ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।