প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া ২ লাখ ৪০ হাজার টাকার চেক পেলেন নীলফামারীর ৪৮ জন সংস্কৃতি সেবী। ২৯ জুলাই জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি থেকে ওই প্রণোদনার চেক তুলে দেন সুবিধাভোগীদের মাঝে।
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি এলিনা আকতার। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তি, জেলা কালচারাল কর্মকর্তা কে এম আরিফুজ্জামান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু। জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল এর সঞ্চালনায় সুবিধাভোগীদের মধ্যে রকিবুল আলম শাহিন বক্তব্য দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার জানান, করোনা সংক্রমণ জনিত কারণে সংস্কৃতি মন্ত্রনালয় থেকে প্রাপ্ত জনপ্রতি এককালীন ৫ হাজার করে টাকার চেক বিতরণ করা হয়।
সদর উপজেলার ৪৮ জনের মধ্যে ২ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয় চেকের মাধ্যমে। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার কষ্ঠের কথা মনে রেখেছেন। করোনা প্রার্দুভাবে সংস্কৃতি কর্মীরাও যে সংকটে আছেন সেটি অনুভব করে উপহার হিসেবে দিয়েছেন ৫ হাজার করে টাকা। কিছুটা হলেও আপনারা ঈদে এটি কাজে লাগাতে পারবেন।