স্বাস্থবিধি মেনে সামাজিক দুরুত্ব বজায় রেখে বিপুল উৎসাহ-উদ্দিপনা ও ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্যদিয়ে আগামী শনিবার (১-৮-২০) উদ্যাপনের জন্য বিস্তারিত কর্মসূচি নেয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী রংপুরের ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে মহল্লা ভিত্তিক মসজিদে।রংপুর জেলার প্রায় ছয় হাজার মসজিদে সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সুবিধাজনক সময়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত আদায়ের ব্যবস্থা করা হবে। কোনো কোনো মসজিদের একাধিক জামাত অনুষ্ঠিত হবে। দেশের অন্যান্য স্থানের মত বিভাগীয় নগরী রংপুরে ঈদ উৎসব উদযাপনে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ঈদ জামাতে বিশেষ মোনাজাত এবং হাসপাতাল, এতিমখানা, কারাগার ও শিশু সদনগুলোতে বিশেষ খাবার পরিবেশন। এবং সিটি করপোরেশন এলাকার সড়ক ও সড়ক দ্বীপ সমুহ জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা পতাকাদিয়ে সজ্জিতকরণ।
ঈদ উপলক্ষে হাট বাজার ও যাতায়াত ব্যবস্থায় পুলিশ, র্যাব আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা,রংপুর জেলায় আসন্ন পবিত্র ঈদুল আজ্হা উপলক্ষ্যে অনলাইনে ৯টি পশুর হাট চালু করা হয়েছে। জেলা প্রাণি স¤পদ অধিদপ্তর “পশুরহাট” নামে একটি অনলাইন পেজ খুলে এই হাট চালু করেছে। এই অন লাইন পেজে গরু-মহিস-ছাগল পালনকারিদের পশুর ছবিসহ বিভিন্ন তথ্য রয়েছে। জেলা প্রাণি স¤পদ দপ্তর সূত্রে জানাগেছে, রংপুরের ৮ উপজেলায় ৮টি এবং জেলায় একটি অনলাইন পশুর হাট করা হয়েছে। “পশুরহাট” নামক এই অনলাইন পেজের মাধ্যমে ক্রেতারা সহজেই গবাদি প্রাণী ক্রয় করতে পারবেন। এই হাট নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি এবং উপজেলা প্রাণি স¤পদ কর্মকর্তা। রংপুর সহ দেশের অন্যান্য স্থানেও গবাদিপ্রাণী পৌছে দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। সূত্রমতে জেলায় গরু, ভেড়া ও ছাগল রয়েছে ১ লাখ ৯০ হাজার। আর জেলায় পশুর চাহিদা রয়েছে ১ লাখ ৫০ হাজার।
সিটি করপোরেশনের উদ্যোগে সিটি করপোরেশন এলাকার ৩৩ ওয়ার্ডে কোরবানীর পশুর বর্জ অপসারনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।, রংপুর সিটি করর্পোরেশনের ৪টিহাটসহ কোরবানির পশুর বর্জ্য অপসারণে ৬ শো ৫ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করবে। ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুরে পশু বর্জ্য অপসারণ করবে। বর্জ্য অপসারনের জন্য ২০টি ট্রাক,১২০টি ভ্যান ও প্রয়োজনীয় ব্লিচিং সরবরাহ করা হয়েছে।