শেরপুরে চার পুলিশ সদস্যসহ ১২ জন করোনাক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৫৪ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্ত চার পুলিশ সদস্য নালিতাবাড়ী থানার। শেরপুর সদর উপজেলায় ৭ জন। আর নকলায় ১ জন। রোববার (১৭ মে) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ইউনিটের ফলাফল উদ্বৃত করে ওই তথ্য নিশ্চিত করেন করোনা সংক্রান্ত তথ্য নিশ্চিতকারী কর্মকর্তা ডা. মোবারক হোসেন।
তিনি জানান, এ পর্যন্ত ৫০৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে। এরমধ্যে দ্বিতীয় ধাপের পরীক্ষায় ১২ জনের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে।