কুড়িগ্রামের চর রাজিবপুর থানার নতুন যোগদানকারী ওসি নবীউল হাসান বুধবার বেলা ১১ ঘটিকায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গত ২১ জুলাই ওসি হিসেবে চর রাজিবপুর থানায় যোগদান করেছেন। এর আগে তিনি কুড়িগ্রামের ফুল বাড়ি থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
মতবিনিময়কালে ওসি নবীউল হাসান চর রাজিবপুর থানাকে মাদকমুক্ত করণ,বাল্যবিবাহ,বিভিন্ন সমস্যা দুরীকরণসহ একটি মডেল থানা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান,করোনা পরিঁস্থিতিতে পুলিশ যে সুমান অর্জন করেছে তা ধারণ করে পুলিশি সেবা ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য ইতোমধ্যে চর রাজিবপুর উপজেলার ৩টি ইউনিয়নের কয়েকটি পয়েন্টে বিট পুলিশিং ব্যবস্থা চালু করেছেন। পুলিশ যে প্রকুতপক্ষে জনগণের বন্ধু তা প্রমাণ করতে চাই। সকলকে করোনা মহামারীতে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। পুলিশ সহ করোনা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাফফেরাত কামনা এবং করোনা আক্রান্ত সকলের রোগ মুক্তি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চর রাজিবপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক আতাউর রহমান.নুরুল আমীন, মতিউর রহমান,সহিজল ইসলাম সজল, রফিকুল ইসলাম, ও মুরাদুল ইসলাম মুরাদ প্রমুখ।