খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ মো নূরুল হক করোনা সংক্রমনে আজ দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিরøাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্র জানা যায়, তিনি গত ৯ জুলাই করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে ১০ জুলাই সন্ধ্যায় খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। অবস্থা সঙ্কটাপন্ন হলে ১২ জুলাই তাকে ঢাকা স্থানান্তর করেন চিকিৎসকরা। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই তার নমুনায় করোনা নেগেটিভ এসেছিল। তবে শারিরীক অবস্থান সঙ্কটাপন্ন হওয়ায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, নুরুল হক খুলনা-৬ থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাৎক্ষণিক শোকাহত প্রয়াত এ নেতার আত্মার শান্তি কামনা করেছেন বর্তমান এমপি আক্তারুজ্জামান বাবু, বিএমএ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা ইউনিট এর সদস্য ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ সহ জেলা ও্ উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মীবৃন্দ এবং সামাজিক সংগঠন।