করোনা সংক্রমণের ভয়কে উপেক্ষা করে পাবনার সুজানগরের অধিকাংশ ধনী-দরিদ্র পরিবারে আসন্ন ঈদুল আযহার আনন্দ ও আমেজ বইতে শুরু করেছে। প্রতিটি পরিবারের লোকজন নতুন জামা-কাপড় কেনার পাশাপাশি কোরবানির পশু কিনে ঈদ আনন্দে মেতে উঠেছেন। তবে উপজেলার নাজিরগঞ্জ এবং সাগরকান্দী ইউনিয়নের বন্যা কবলিত চরাঞ্চলের আটটি গ্রামে নেই ঈদের আমেজ বা ঈদ আনন্দ। এ আটটি গ্রাম হলো চরকেষ্টপুর, চরপদ্মা, চরখাপুর, চরশ্রীপুর, চরচন্ডিপুর, রামকান্তপুর, চরখলিলপুর ও হুগলাডাঙ্গী। ওই সকল গ্রামের মানুষ করোনায় কর্মহীন হওয়ার পাশাপাশি বন্যায় তাদের বাড়ি-ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখনও অনেক পরিবার পানিবন্দি। চরখলিলপুর গ্রামের ভুক্তভোগী বাসিন্দা আবদুল মজিদ বলেন আমরা চরাঞ্চলের বেশিভাগ মানুষ অভাবী। এরপর আবার বন্যায় আমাদের বাড়ি-ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া এ পর্যন্ত সরকারি বা বে-সরকারিভাবে কোন সাহায্য সহযোগিতাও পায়নি। ফলে আমাদের মনে কোন ঈদের আনন্দ নেই। চরশ্রীপুর গ্রামের সিরাজুল ইসলাম বলেন ঈদে নতুন জামা-কাপড় বা কোরবানির পশু কেনাতো দূরের কথা বর্তমান পরিস্থিতিতে দু’মুঠো খেয়ে বেঁচে থাকাই আমাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। সাগরকান্দী ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী বলেন চরাঞ্চলের ওই গ্রাম গুলোতেও সরকারি সাহায্য দেওয়া হয়। তবে গ্রাম গুলো উপজেলার মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন হওয়ায় সাহায্য পৌঁছাতে দেরি হয়।