নভেল করোনা ভাইরাস (কভিড-১৯) কালিন সময়ে কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারীর ৭৯ জন গ্রাম পুলিশ ও চৌকিদারদের মাঝে জন প্রতি ৬শত টাকা করে উৎসাহ ভাতা প্রদান করেন ইকো স্যোসাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)।
ইউরোপিয়ান ইউনিয়ন,ইউএনডিপি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ইএসডিও,এভিসিবি প্রকল্পের আওতায় এ ভাতা প্রদান করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় সামাজিক দুরত্ব বজায় রেখে চর রাজিবপুর উপজেলার ২৬ জন গ্রাম পুলিশ ও চৌকিদারদের মাঝে উৎসাহ ভাতা প্রদান করেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নবীরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল ও উপজেলা সমন্বয়কারী মোছা. শারমিন নাহার।
অপর দিকে সোমবার রৌমারী উপজেলা পরিষদ থেকে ৬ ইউনিয়নের ৫৬জন গ্রাম পুলিশ কে উৎসাহ ভাতা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল ইমরান ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, চর শৌলমারী ইউপি চেয়ারম্যান কে,এম ফজলুল হক মন্ডল, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী (চ.দা)শারমিন নাহার ও অন্যান্য স্থানীয় কর্মী বৃন্দ।