নীলফামারীর কিশোরগঞ্জে মুশকিরাত আক্তার নিঝুম নামে এক কলেজ ছাত্রীর লাশ ভেসে ওঠেছে পুকুরের পানিতে। ২৮ জুলাই এ ঘটনা ঘটে দক্ষিণ রাজিব গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। সে রাজিব গ্রামের গোলাম মর্তুজার মেয়ে।
মুশকিরাত আক্তার নিঝুম নীলফামারী সরকারী মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের রাষ্টবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে কলেজ হোস্টেলে থেকে পড়াশোনা করতো। ছুটি থাকায় বাড়িতে আসে। ২৭ জুলাই দুপুরের খাবার শেষে বাড়ির পাশে বাগানে হাঁটতে যায়। দীর্ঘ সময় সে বাড়িতে ফিরে না আসায় বাড়ির আশপাশে শুরু হয় খোজাখুজি। এ সময় পুকুরপাড়ে তার পায়ের সেন্ডেল দেখতে পাওয়া যায়। সন্ধ্যায় পুকুরে লাশ ভেসে উঠে।
কিশোরীগঞ্জ থানার ওসি এম হারুন অর রশিদ জানান এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। তাই থানায় অস্বাভাবিক মামলা রুজু করে লাশের ময়না তদন্ত করা হয়।