দাকোপের খাটাইল প্রিয়ন্তী বহুমুখী মৎস্য খামারের উদ্যোগে এলাকাবাসীর মাঝে বৃক্ষ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষ বিতরণ করেন। প্রিয়ন্তী বহুমুখী মৎস্য খামারের পরিচালক ফাহমিদা হোসেন স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম চৌধুরী,৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো চীপ রকিব উদ্দিন পান্নু,উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার মোঃ মিরাজ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির। অনুষ্ঠানে প্রধান অতিথি মাছের প্রজনন বৃদ্ধি করার লক্ষে ছোট মাছ না ধরার আহবান জানিয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন,পরিবেশ রক্ষায় আমাদের চার পাশে অধিক পরিমাণে গাছ লাগিয়ে সবুজ বেষ্টনি গড়ে তুলতে হবে। তিনি বলেন,আজ প্রিয়ন্তী মৎস্য খামার আপনাদের মাঝে যে গাছের চারা বিতরণ করল এই গাছের যতœ নিয়ে বড় করতে পারলে এটি হবে আপনাদের সম্পদ।