যশোরের কেশবপুর উপজেলায় ৭ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, আক্রান্তরা হলেন কেশবপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড এলাকার পঙ্কজ দাস, মধু সড়কের মেখ মাহমুদুর রহমান,ভেরচী ফাঁড়ির একজন মিন্টু নামে একজন পুৃলিশ কনেষ্টবল ,হাসপাতাল সড়কের তানিয়া সুলতানা ও এস এম আজিজুর রহমান,অফিস পাড়া এলাকার মিজানুর রহমান ও মধ্যকুল এলাকার নিজাম উদ্দিন।