আসন্ন ঈদণ্ডউল-আযহার নামাজ ঈদগাহ-এর পরিবর্তে স্থানীয় মসজিদ সমূহে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করার ব্যবস্থা করবেন, এ ছাড়া যারা অধিক বয়সী বা অসুস্থ তারা করোনা পরিস্থিতিতে ঈদের জামায়াতে অংশ না নেয়া-ই ভালো।
মোল্লাহাটে করোনা পরিস্থিতি ও ঈদণ্ডউল-আযহা উপলক্ষে “প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার” শিশু খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত জন-প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এ কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দুপুরে অত্র এলাকার দুইশত বিশ জন শিশুর অনুকুলে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ্জাহান, অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মিয়া, সিকদার উজির আলী, এস কে হায়দার মামুন, শেখ রেজাউল কবীর ও মোঃ বাবলু মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম প্রমূখ।