নীলফামারীর সৈয়দপুরের তরুন ব্যবসায়ি মামুনুর রশিদ। সম্ভ্রান্ত ও ব্যবসায়ি পরিবারের সন্তান হাজী কাল্লুর ছেলে মামুনুর রশিদ। বয়স চলছে ২৫ বছরের কাছাকাছি। লেখাপড়া শেষে সে মনোনিবাস করেছে বাবার ব্যবসায়। এ বয়সে এসে সে চাকরীর পিছনে না ছুটে বাবার ব্যবসার হাল ধরে তাকে সহযোগিতা করছে। বিভিন্ন ব্যবসার পাশাপাশি এবার ডিলানশীপ নিয়েছে সরাজ ও সোনালিকা ট্রাক্টরের। সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন এলাকায় নিজস্ব জায়গায় নির্মিত হাজী মার্কেটে খুলে বসেন শোরুম।
সে সততার সাথে ব্যবসা করতে চায়। চায় সততার মাধ্যমে ব্যবসায়িকভাবে জনসেবা করতে। তাইতো সে আগামী ঈদণ্ড উল-আযহা উপলক্ষে সবাইকে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি করোনা থেকে পরিত্রান পেতে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে পরামর্শ দেন। অকারণে বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকুন।