কুষ্টিয়ার ভেড়ামারা সড়ক দুর্ঘটনায় তুহিন আলী (৪৫) নামের এক সিএনজি চালক নিহত হয়েছে। সে পাশ্ববর্তী মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের আনছার আলী’র পুত্র। এ সময় অন্ততঃ আরও ৫জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১ টার দিকে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের ১২মাইল ভেগান এগ্রো লিমিটেড এর সন্নিকটে।
জানাযায়, কুষ্টিয়া থেকে ঈশ্বরদী অভিমুখী সিএনজি ঘটনাস্থলে পৌঁছালে অপর দিক আসা একটি ট্রাক (নং-ঝিনাইদহ-ট-১১-০৯১০) এর সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাঁদে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হয় পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাড়া পাঁচ নেওয়া এলাকার নাজিম উদ্দীন’র পুত্র আশরাফুল ইসলাম (২৮) একই এলাকার কালু প্রামানিকের পুত্র কামাল হোসেন (৩০), নিয়াজ উদ্দীন’র পুত্র করিম দেওয়ান (৪০) ও আজিজ’র এর পুত্র আলীম কাজি (৪৫), মোহাতার’র পুত্র বাব (৫০)। হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ সময় যানজোটের সৃষ্টি ভেড়ামারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।