নীলফামারী জেলায় নতুন করে আরও ৫ জন করোনা শনাক্ত হয়েছে। শরীরে করোনা পজেটিভ এসেছে। ২৭ জুলাই রাতে সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এটি নিশ্চিত করেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে আসা এ তথ্য। করোনা পজেটিভরা হলেন নীলফামারী মেডিকেল কলেজের ডা. আসাদ আলী, ডোমার উপজেলার মৌজাপাঙ্গা আদর্শ পাড়ার মাসুদ ইসলাম, বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী এলাকার নাছির উদ্দিন, সৈয়দপুর উপজেলার নতুন বাবু পাড়ার চঞ্চল কুমার রায় ও জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়া ভিজার রাহিনুর ইসলাম।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ৬শ ৩১ জন। তার মধ্যে জেলা সদরে ২শ ৮৯ জন, ডোমার উপজেলায় ৫৫ জন, ডিমলা উপজেলায় ৬৪ জন, জলঢাকা উপজেলায় ৯৫ জন, কিশোরীগঞ্জ উপজেলায় ৪২ জন ও সৈয়দপুর উপজেলায় ৮৫ জন । নীলফামারী উত্তরা ইপিজেডে করোনা আক্রান্ত ৫৫ জন চীনা নাগরিক। উত্তরা ইপিজেডে শ্রমিকসহ মোট করোনা আক্রান্ত হয়েছে ৯৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ৫শ ৬৫ জন। চিকিৎসাধীন ৭৭ জন, এরমধ্যে ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছে ৩৪ জন। মারা গেছেন ২ নারীসহ ৯ জন। মারা যাওয়া ৯ জনের মধ্যে নীলফামারী সদরে ১ নারীসহ ৩জন, জলঢাকা উপজেলায় ১ নারীসহ ২জন, কিশোরীগঞ্জ উপজেলায় ১ জন ও সৈয়দপুর উপজেলায় ৩ জন।