কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার খলিশাকুন্ডি পুলিশ চেক পোষ্টের সামনে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে একটি স্যালোমেশিন চালিত নসিমন তল্লাশী করে পার্শ্ববর্তী মেহেরপুর উপজেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া করমদি এলাকার ইব্রহিম শেখের ছেলে আবু সাইদ (২২) ও একই গ্রামের চাঁদ শেখের ছেলে রজব আলী (২৫) কে আটক করে। এ সময় তাদের কাছে থাকা বস্তাভর্তি ৫‘শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর আগে অপর এক অভিযানে উপজেলার ভাগজোত তালতলা এলাকায় অভিযান চালিয়ে ঐ গ্রামের মনসুর মন্ডলের ছেলে নজিবুল মন্ডল কে ৪৪ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে পুলিশ। অপরদিকে বেলা ১০ টার দিকে হোসেনাবাদ মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে জামালপুর গ্রামের মিল্টনের ছেলে কাকন (২৮) কে এক কেজি গাঁজা সহ আটক করেছে পুলিশ।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, গ্রেফতারকৃতরা চিন্থিত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে থানায় পৃথক পৃথক মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।