ডুমুরিয়ায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক হুইপ মোস্তফা রশিদী সুজা’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা এবিএম শফিকুল ইসলাম, শোভারানী হালদার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, শেখ নাজিবুর রহমান, আবু সাইদ সরদার, প্রভাষক জি এম ফারুক হোসেন, গোপাল চন্দ্র দে, গাজী তৌহিদুর রহমান, মোল্যা সোহেল রানা, আছফার হোসেন জোয়াদ্দার,, মাসুদ রানা নান্টু, সরদার হাফিজুর রহমান, যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ, রবিউল ইসলাম আন্টু, কাজী মেহেদী হাসান রাজা, জিল্লু রহমান আকুঞ্জী, সুমন সরদার, যুবমহিলা লীগের শিমু আক্তার, হাসনাহেনা, ছাত্রলীগ খান আবুল বাসার, মাসুদ রানা, মনিরুল ইসলাম বান্টি প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুর রাজ্জাক।