কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশিধরপুর গ্রামের ডাক্তার মরহুম আবদুল লতিফ এর কন্যা গুল আফরোজা দিলরুবার মঙ্গলবার অষ্টম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে মিলাদ মহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে সংক্ষিপ্তি পরিসরে গুল আফরোজা দিলরুবা দৌলতপুরের বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন) এর শালিকা। গুল আফরোজা আজকের এ দিনে দরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত বরণ করেন। সে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা অর্জন শেষে ঢাকার বৃটিশ বেঙ্গল সিকিউরিটিজ ও ঢাকষ্টিক এক্সচেঞ্চে কর্মরত ছিলেন