মোল্লাহাটে করোনা (কোভিড-১৯) জয় করে সুস্থ হয়েছেন আরো ৮ জন। এই নিয়ে মোল্লাহাটে মোট করোনা জয় করে সুস্থ হয়েছেন-২২ জন। এ উপজেলায় এখন পর্যন্ত মোট-৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২ জনকে বিভিন্ন সময়ে সুস্থ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। করোনা জয়ী প্রত্যেকের বাড়ি সোমবার দুপুরে লকডাউন অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস বলেন-সোমবার যাদেরকে লকডাউন মুক্ত করা হয়েছে, তারা হলেন- কোদালিয়া গ্রামের উপ-সহকারী কমিনিটি মেডিকেল কর্মকর্তা আশিষ শিকদার ও তার পরিবারের নারী সদস্য ২ জন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক দেব প্রসাদ পাল. পরিসংখ্যানবিদ এম তাহের, অফিস সহকারী মোঃ আবুল বাশার শেখ, উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রামের সফিউল আজম মিশান ও হাসপাতাল মোড়ের ঔষধের দোকানদার দেড়বোয়ালিয়া গ্রামের রবিউল ইসলাম। করোনা জয়ী প্রত্যেককে প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার/ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
উপহার/ খাদ্য সামগ্রী ও লকডাউন অবমুক্তকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আবদুল আউয়াল, করোনা ফোকাল পার্সন ডাঃ জব্বার ফারুকী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল প্রমূখ।