নীলফামারীর কিশোরগঞ্জে দুইজন বাইসাইকেল চোরকে হাতেনাতে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের তফেলের ছেলে আনার ও বেল্লার ছেলে পাতাউ। এরা দু’জনে একাধিক চোরাই মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। কিশোরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মফিজুল হক জানান, নয়ানখাল ডাঙ্গার হাটে শনিবার রাতে দুটি চোরাই বাইসাইকেলসহ ওই দুই জনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গী অপর একজন চোর পালিয়ে যায়। এ ঘটনায় তিন জনের বিরুদ্ধে চুরির মামলায় হয়েছে। মামলা নং ০৬।