নীলফামারী জেলায় নতুন করে আরো ৪জন করোনা শনাক্ত হয়েছে। ২৬ জুলাই রাতে সিভিল সার্জন ডা.রনজিৎ কুমার বর্মন এটি নিশ্চিত করেন। দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের এ ফলাফল। শনাক্তরা নীলফামারী সদর আধুনিক হাসপাতালের ১জন চিকিৎসক, নীলফামারী উত্তরা ইপিজেডের এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরী লিমিটেড এর ১ নারী, সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের নটখানায় সদর হাসপাতালের ১ নারী নার্স ও কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ীর ১ নারী।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬শ ২৫ জনের মধ্যে সদরে ২শ ৮৮ জন, ডোমার উপজেলায় ৫৩ জন, ডিমলা উপজেলায় ৬৪ জন, জলঢাকা উপজেলায় ৯৪ জন, কিশোরীগঞ্জ উপজেলায় ৪২ জন ও সৈয়দপুর উপজেলায় ৮৪ জন। নীলফামারী উত্তরা ইপিজেডে ৫৫ জন চীনা নাগরিকসহ এ পর্যন্ত উত্তরা ইপিজেডে করোনা আক্রান্ত হয়েছে ৯৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ৫শ ৩০ জন, চিকিৎসাধীন ৭৭ জন, ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছে ৩৪ জন, মারা গেছেন ২ নারীসহ ৯ জন। মারা যাওয়া নয়জনের মধ্যে নীলফামারী সদরে ১ নারীসহ ৩জন, জলঢাকা উপজেলায় ১ নারীসহ ২জন, কিশোরীগঞ্জ উপজেলায় ১জন ও সৈয়দপুর উপজেলায় ৩জন।