খুলনার পাইকগাছায় বিশেষ অভিযানে ১০ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর গ্রামের আবদুর রহমানের সুপারি বাগান থেকে নগদ টাকা সহ আবদুল জব্বার বিশ্বাসের ছেলে আবু বকর সিদ্দিক (৪৫), সকুুর আলীর ছেলে আনিছুর রহমান (৩৫), খোকন বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস (৩০), অপরদিকে, রাত ৯টায় উপজেলার গজালিয়া থেকে আবুল কালাম আজাদের চায়ের দোকান থেকে মফিজুল গাইন (৩৫), শরিফুল ইসলাম (৩৬), সিরাজুল ইসলাম (৪০), ইসলাম মোল্লা (৫৫), মনিরুল ইসলাম (২৭), কামরুল ইসলাম (৪০), আবুল কালাম আজাদ (৪২) কে আটক করে পুলিশ। এদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এজাজ শফী জানান।